কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিনবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে লেখকের সমাধিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

পরে সরকারি কলেজ চত্বরের বটতলায় সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ প্রমূখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সৈয়দ হকের সমাধিকে ঘিরে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবী জানান। কমপ্লেক্সটি তৈরি হলে কুড়িগ্রামের সাহিত্য সংস্কৃতি আরো বিকশিত হবে। সেই সাথে কবি সৈয়দ হকের সাহিত্য সম্পর্কে নতুন প্রজন্ম আরো জানতে পারবে। মেলায় বিভিন্ন সাহিত্য সংগঠনের স্টলসহ মেলা মঞ্চে দিনব্যাপী কবির লেখা গান, কবিতা পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *