জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে এক জাকজমকপূর্ণ প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। সঙ্গে ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম।
প্রীতিভোজ অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ খাজা সামছুল, জয়পুরহাট র্যাব-৫ কমান্ডার মেজর মোস্তফা জামানসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম বিজিবি’র প্রতিষ্ঠালগ্নের চিত্র তুলে ধরেন এবং চোরাচালান প্রতিরোধ, আইনশৃংখলা রক্ষাসহ বিজিবি’র বিভিন্ন সাফল্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।