ট্রেনে কাটা পড়ে ১৩ ভেড়ার মৃত্যু
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে ১৩টি ভেড়া মারা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার সময় ভেড়ার পালটি হঠাৎ রেললাইনের ওপর চলে আসে। ট্রেনচালক ভেড়ার পাল দেখে হর্ণ বাজাচ্ছিলেন। তবে ভেড়ার পাল সরে যাওয়ার আগেই ট্রেনটি চলে আসায় এ দুর্ঘটনাটি ঘটে।
ভেড়াগুলোর খামার মালিক খোরশেদ আলাম জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামে তার ৫৫টি ভেড়ার একটি খামার রয়েছে। প্রতিদিনের মতো তার ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিলেন তার এক কর্মচারী। এ সময় রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিল ওই ভেড়ার পাল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সান্তাহার পোঁওতা গ্রামের রেলগেটে পৌঁছলে দ্রুতগামী ওই ট্রেনে কাটা পড়ে ১৩টি ভেড়া মারা যায়।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব জানান, বিষয়টি তাদের জানা নেই।