দিনাজপুর জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি “
গনতন্ত্র বন্দি, দেশ নেত্রি বন্দি, কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল বন্দি, রিজভী বন্দি, অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্দি উন্নয়ন দুর্নীতিতে বন্দি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকী শপথ হক দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গত মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ বিকেল ৪ টায় জেল রোডস্থ জেলা বিএনপি প্রধান কার্যালয়ে-বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস দিনাজপুর জেলার উদ্যোগ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি (রংপুর) বিভাগ ও মেয়র দিনাজপুর পৌরসভা সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা এড.মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথি দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বখতিয়ার আহমেদ কচি এবং জেলা বিএনপি’র সন্মানিত নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন আহবায়ক, জাসাস দিনাজপুর জেলা, অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার, স ালনা করেন সদস্য সচিব জাসাস দিনাজপুর জেলা, মোঃ হুমায়ুন কবির আনাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *