প্রধানমন্ত্রী ও কাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করায় ওবায়দুল কাদেরসহ দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

রবিবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সন্তানদের নিয়ে রাজপথে থাকার প্রত্যয়ের কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আজীবন প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা।
বিবৃতিতে স্বাক্ষর করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, কমান্ডার মোশাররফ হোসেন, তেজগাও থানা কমান্ডার আবুল বাসার, জামাল খান, তেজগাঁও সমিতির সভাপতি মো. শাহজাহান, ঢাকা-১৫ আসনের আহমেদ উল্লা রতন, এবি সিদ্দিক মোল্লা, মিরসরাইয়ের মোয়াজ উদ্দিন, ফরিদপুরের জেলা কমান্ডার আবুল ফয়েজ, মিরসরাই উপজেলা কমান্ডার মো. কবির, চট্টগ্রামের আহমেদ হোসেন, অবসরপ্রাপ্ত সচিব কেএম মোজাম্মেল, যুগ্ম সচিব কায়কোবাদ, মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কমিটির সভাপতি আবদুর রশীদ, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *