বগুড়ায় বই উৎসবের প্রস্তুতি
বগুড়ায় নতুন বছরে নতুন বইয়ের চাহিদা প্রায় ৯৬ লাখ পিস। চাহিদার বিপরীতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের প্রায় ষাট ভাগ বই বগুড়ায় পৌঁছেছে। নতুন বই বগুড়ায় পৌঁছানোর পর তা বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে।
জেলার শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই বই আসছে। বই ঘাটতি হবে না। নতুন বছরে সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয়ে কার্যক্রম চলছে। নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ে মেতে উঠতে পারবে শিক্ষার্থীরা।
২০১২ সাল থেকে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বগুড়ায় চলছে নতুন বই বিতরণের প্রস্তুতি। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে কিছু কিছু করে নতুন বই বিতরণ শুরু হয়েছে।
বগুড়া জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর বগুড়ায় নতুন বইয়ের চাহিদা দেয়া হয়েছে প্রায় ৪৫ লাখ ৯৩ হাজার ৯ শত ৪৯ টি বই। এর মধ্যে এবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ৫ শ্রেণি পর্যন্ত মোট ছাত্রছাত্রী ৬ হাজার ৮০০জন। মোট বইয়ের চাহিদা দেয়া হয়েছে ৭ লাখ ৬০ হাজার ২৯৬টি, মাদ্রাসা (দাখিল) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৫ হাজার ৬৫০ জন। বইয়ের চাহিদা দেয়া হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৪০ টি। মাধ্যমিক স্তুরের ৬ষ্ঠ থেকে ৯ শ্রেণীর (বাংলা ভার্সন) মোট শিক্ষার্থী ১০ হাজার ৭৫০জন। বইয়ের চাহিদা দেয়া হয়েছে ৩৫ লাখ ১৫ হাজার ৬৭৩টি। ইংরেজী ভার্সনে বইয়ের চাহিদা দেয়া হয়েছে ১৯ হাজার ৫১০টি। দাখিল (ভোকেশনাল) ৯ম শ্রেনীর জন্য বইয়ের চাহিদা দেয়া হয়েছে ৪৭ হাজার ৪০টি। আর এসএসসি (ভোকেশনাল) বইয়ের চাহিদা দেয়া হয়েছে ১ লাখ ২ হাজার ৯০টি। সোমবার পর্যন্ত শতকরা ৬০ ভাগ বই এসে পৌঁছেছে। এটি চলমান রয়েছে। নতুন বই আসা মাত্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হচ্ছে। আশা করা যাচ্ছে দুই এক দিনের মধ্যে সকল বই এসে পৌঁছাবে। জানুয়ারি ১ তারিখে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী জানান, ২০২৩ শিক্ষাবর্ষে বগুড়ায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তুরের নতুন বইয়ের চাহিদা দেয়া হয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৯৪৯ টি বই। এর মধ্যে শতকরা ৬০ ভাগ বই চলে এসেছে। যা স্কুলে স্কুলে বিতরণও করা হয়েছে। বাকি বইগুলো দু-এক দিনের মধ্য চলে আসবে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত বগুড়ায় শতকারা ৪৬ ভাগ নতুন বই পৌঁছেছে। বাকি ৬৪ ভাগ বই দু-এক দিনের মধ্যে চলে আসবে। সোমবার পর্যন্ত যেগুলো বই পেয়েছি সেগুলো বিভিন্ন উপজেলার স্কুলগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারবো।