ভোট শান্তিপূর্ণ, ইভিএমে ধীর গতির অভিযোগ অসত্য নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, “রংপুর সিটি নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। স্বতঃস্ফূর্ত ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।”

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নির্বাচন ভবনে এসব কথা বলেন সিইসি।

সিইসি জানান, সাড়ে চারটার মধ্যে ভোট শেষ হয়েছে। ধীর গতির অভিযোগ অসত্য নয়। এখন যে অবস্থা দেখেছি অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ করতে সাতটা-আটটা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। শেষ হওয়ার পর একীভূত হওয়ার পর চূড়ান্ত হার বলা যাবে।
তিনি বলেন, “যেটা কাস্ট হয়েছে-চারটা পর্যন্ত কোথাও ৬৭ শতাংশ পাচ্ছি, আবার কোথাও ৩৯ শতাংশ পাচ্ছি। এভারেজ অনুমান করছি এটা ৫০-৫৫ শতাংশ এবং পরিশেষে ৬০ শতাং এর উপরে বা কমও হতে পারে। এটা অনুমান করে বলছি। চূড়ান্ত গণনার পর দেখা যাবে কত হলো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *