মার্তিনেজের পায়ে বিশ্বকাপের ট্রফি

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবার নানা কারণে আলোচনায়-সমালোচনায়। বিশেষ করে ফাইনালে দুর্দান্ত গোল সেইভ করে তিনি দলকে নিয়ে গেছেন টাইব্রেকারে।

সেখানেও দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। আর সেই নৈপুণ্যের জোরেই মার্তিনেজ জয় করেছেন গোল্ডেন গ্লাভস।

আর সেই গ্লোডেন গ্লাভস জয় করেই যে রকম করে উদযাপন করেছেন মার্তিনেজ। তাও অনেকের কাছে লেগেছে দৃষ্টিকটু। খোদ ফ্রান্সও তার এমন কাণ্ডে আপত্তি জানিয়েছে।
তার মাঝেই বিশ্বকাপ জয়ের আনন্দে মগ্ন মার্তিনেজ বাঁ পায়ে তিন তারকাসংবলিত বিশ্বকাপ ট্রফির ট্যাটু করেছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এই গোলরক্ষক। সেখানে তিনি লিখেছেন, ‘আকাঙ্ক্ষাই সফলতার পথ দেখায়।’

মার্তিনেজ মূলত আনহেল দি মারিয়ার পথ অনুসরণ করেছেন। প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করেছেন দি মারিয়া। ফাইনালে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছিলেন দি মারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *