মাশরাফিকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মনোনীত করায় নড়াইলে আনন্দ মিছিল

জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ার খবরে উজ্জীবিত এবং উচ্ছ্বসিত নড়াইলবাসী। আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নড়াইল পৌর শহরে আনন্দ মিছিল করেছে নড়াইল জেলা আ’লীগের নেতাকর্মীরাসহ সর্বস্তরের লোকজন। নড়াইল জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু ও নড়াইল পৌর মেয়র আনজুমান আরার নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল জেলা আ’লীগের কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুপগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

এ খবরে নড়াইলের আ.লীগের নেতাকর্মী থেকে শুর করে বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন নড়াইলের এই কৃতি সন্তান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন মাশরাফি নিজেও।
সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সভাপতিমন্ডলীর প্রথম সভা শেষে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সোমবার রাত ১১টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ‘মাশরাফী বিন মোর্ত্তজা-এম.পি’ ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস মাশরাফির বরাত দিয়ে পোস্ট করা হয়।
সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি ফেসবুকে ভাইরাল হয় এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শত শত ফলোয়ার এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ও শেয়ার করেছেন।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক বিষয়ক সম্পাদক পদে আসীন হওয়ায় নড়াইলের রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ উচ্ছ্বসিত। সকলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এমপি মাশরাফি। আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু তার বক্তব্যে বলেন, আমাদের নড়াইলের তথা সারাদেশের গর্ব মাশরাফিকে দলের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক বিষয়ক সম্পাদক পদে আসীন করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নড়াইলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। নেত্রীর মূল্যায়নে নেতাকর্মীদের নিয়ে তরূণ এমপি মাশরাফি দলের জন্য অনেক বেশি কাজ করে যাবেন এমন প্রত্যাশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *