সাংবাদিক আবদুর রহমান খান আর নেই

সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক আবদুর রহমান খান আর নেই। সোমবার দিবাগত রাত ২.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনে সিনা হাসপাতালে (কল্যাণপুর শাখায়) চিকিৎসাধীন ছিলেন। তার আগে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মাত্র ক’দিন আগেও জাতীয় প্রেসক্লাবে তার সরব উপস্থিতি ছিল।

আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডেসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
আবদুর রহমান খানের জন্ম ১৯৫২ সালের ৩০ নভেম্বর বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুর রহমান খান ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রধান প্রতিবেদক ছিলেন।

বিগত বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেসক্লাবে কবিদের সংগঠন ‘কবিতাপত্রের’ সভাপতি ছিলেন। তিনি তিন সন্তানের জনক। স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *