স্ত্রীর লিভার দিয়েও বাঁচানো গেল না পৌর মেয়রকে
স্ত্রীর লিভার দিয়েও বাঁচানো গেল না দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানকে। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে দর্শনা পৌর পরিষদ তিনদিনের শোক ঘোষণা করেছে। দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন বিষয়টি নিশ্চিত করেন।
প্যানেল মেয়র রবিউল হক সুমন জানান, পৌর মেয়র মতিয়ার রহমান দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। তার পুরো লিভারই অকেজো হয়ে পড়েছিলো। চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্ত্রী রোজী রহমান তাকে নিজের ৩০ ভাগ লিভার দান করেন। গত ২৪ নভেম্বর দিল্লির অ্যাপোলো হাসপাতালে সফলভাবে লিভার প্রতিস্থাপনের সম্পন্ন হয়।
তিনি আরো জানান, গত এক মাস তিনি অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।
প্রসঙ্গত, মতিয়ার রহমান দর্শনা পৌরসভায় বিভিন্ন মেয়াদে চারবার নির্বাচিত মেয়র ছিলেন। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।