ইউক্রেন যুদ্ধে হতাহত বেসামরিক নাগরিকের সংখ্যা জানাল জাতিসংঘ

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ১৭ হাজার ৮৩১ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তথ্যানুসারে, এই সংখ্যার মধ্যে ৬ হাজার ৮৮৪ জন নিহত এবং ১০ হাজার ৯৪৭ জন আহত হয়েছে।

বুধবার ওএইচসিএইচআর এক বিবৃতিতে বলেছে, অধিকাংশ বেসামরিক হতাহতের রেকর্ড করা হয়েছে দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলে যেখানে ৪ হাজারেরও বেসামরিক লোক নিহত এবং ৫ হাজার ৬৪৩ জন আহত হয়েছে।
ইউক্রেনের বিস্তৃত এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণেই এই হতাহত হয়েছে বলে দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনারা ভারী কামান, একাধিক লঞ্চ রকেট সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হতাহতের প্রকৃত পরিসংখ্যান সম্ভবত যথেষ্ট বেশি, কারণ কিছু স্থানে তীব্র লড়াইয়ের ফলে তথ্য সংগ্রহ বিলম্বিত হয়েছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *