এবার প্রতিবাদী মেয়ে তানহা

নতুন সিনেমায় নাম লেখালেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ‘রুখে দাঁড়াও’ নামে সিনেমাটির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আরজু কায়েস। দু’জনেই সিনেমাটিতে কাজ করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গীত ও পরিচালনায় আছেন দেবাশীষ সরকার। সিনেমাটিতে একজন প্রতিবাদী মেয়ে চরিত্রে কাজ করবেন তানহা।

ছবিটি নিয়ে এই নায়িকা বলেন, ‘ক্যাম্পাস রাজনীতি নিয়ে এই সিনেমার গল্প। এতে আমাকে দেখা যাবে মাদকসহ নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।’ তানহা তাসনিয়া
আরও বলেন, ‘একটি ভালো গল্পের ছবিতে কাজের যে ইচ্ছে সেই জায়গা থেকে রুখে দাঁড়াও ছবিতে কাজ করছি। কায়েস আরজু ভাইয়ের সঙ্গে এটা প্রথম কাজ। অপেক্ষা করছি শুটিংয়ের। আমার বিশ্বাস চিত্রনাট্য অনুযায়ী ছবিটি নির্মিত হলে এটি দর্শকপ্রিয় হবে।’

মোহনা মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিতে তানহা-আরজু ছাড়া আরও অভিনয় করবেন আশিক, আঁখি, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা, গাংগুয়া, জীবন, নূপুর, নিউটন ও কাজী হায়াৎ।
ছবির নির্মাতা দেবাশীষ সরকার জানান, প্রযোজনা সংস্থা মোহনা মুভিজের ছবির শুটিং শুরু হবে নতুন বছরের ৮ জানুয়ারি থেকে। একটানা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে দৃশ্য ধারণের কাজ। গাজীপুর, ধামরাই, মনিপুর এবং ঢাকার নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

নির্মিতব্য এই ছবিটিতে গান রয়েছে পাঁচটি। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন এ আর বাবলু ও নবীন চ্যাটার্জি। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আগুন, আঁখি আলমগীর, সুজয় ভৌমিক (ভারত), মানসী (ভারত), রুবেল, শানু ও আনোয়ারা লাইজু। ছবির চিত্রগ্রহণে আছেন তপন আহমেদ ও শপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *