কৃত্রিম ত্বক ব্যবহার করে ক্ষত সারানোর উদ্যোগ গবেষকদের

ফরাসি প্রতিষ্ঠান উরগো অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য ‘কৃত্রিম ত্বক’ তৈরির উদ্যোগ নিয়েছে। আগুনে পুড়ে যাওয়া অংশে কৃত্রিম ত্বক প্রতিস্থাপনের মাধ্যমে অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য একটি স্থায়ী সমাধান তৈরির চেষ্টা চালাচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষকেরা। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘জেনেসিস’।

বর্তমানে গুরুতর অগ্নিদগ্ধ ব্যক্তিদের কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে ‘ড্রেসিং’ করা হয়। একবার নয়, একাধিকবার এই কষ্ট সহ্য করতে হয়।

এই কষ্ট লাঘবে ১০ কোটি ইউরো ব্যয়ে ‘জেনেসিস’ প্রকল্প নেওয়া হয়েছে। দেড় বছর ধরে গবেষকেরা এ নিয়ে কাজ করছেন। তাদের আশা, ২০৩০ সালের মধ্যে কাঙ্ক্ষিত পণ্যটি তৈরি হবে।
কৃত্রিম ত্বক আবিষ্কারের এ চেষ্টাকে যুগান্তকারী বর্ণনা করে উরগোর গবেষণা পরিচালক লরেন্ট অ্যাপার্ট বলেন, এ শতাব্দীর শুরু থেকে আমরা অগ্নিদগ্ধ মানুষদের সারিয়ে তোলা নিয়ে কাজ করছি। ড্রেসিং খুবই দারুণ একটি বিষয় হয়ে উঠেছে। ক্ষত সারিয়ে তুলতে এটা বেশ কার্যকর। এটা অগ্নিদগ্ধ মানুষের অনেক উপকার করে। সূত্র: ওয়াইওন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *