পা দিয়ে লিখে দাখিল পাস করায় রাসেলকে ডিসির শুভেচ্ছা
নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে দাখিল পাস করায় প্রতিবন্ধী রাসেলের বাড়িতে মিষ্টি ও শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। বুধবার দুপুর ১২টায় সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লায় রাসেলের বাড়িতে উপস্থিত হন তিনি।
এক পা দিয়ে লিখে দাখিল পাস করায় রাসেলকে শুভেচ্ছা জানাতে মিষ্টি নিয়ে যান জেলা প্রশাসক (ডিসি)। রাসেলের পারিবারিক খোঁজ-খবর ও বাবা-মায়ের সাথে কুশল বিনিময় করেন নাটোরের ডিসি। এসময় তিনি নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন রাসেলের হাতে।
উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার ও সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।
প্রতিবন্ধী রাসেল মৃধা সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৮৮ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয় সে। রাসেলের জন্ম থেকেই দুই হাত নেই, ডান পাও নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।
জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, রাসেল এক পা দিয়ে লিখে দাখিল পরীক্ষায় পাস করায় তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছি। তার লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করেছি। জেলা প্রশাসন সবসময় রাসেলের পাশে রয়েছে।