বরগুনায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরগুনা সদর উপজেলা বার্ষিক সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর (বুধবার) বেলা ১০টায় বরগুনা উপজেলা অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর বরিশাল রেঞ্জের পরিচালক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাসুদব ঘোষ জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল।বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রশিদসহ প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট সঞ্জীব দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক মিন্টু কান্তি সহ প্রমূখ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর বরিশাল রেঞ্জের পরিচালক আশরাফুল আলম তার প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলায় কর্মরত ইউনিয়ন দলনেতা- দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লান্টুন কমান্ডার, ভিডিপি সদস্য-সদস্যা, উপজেলা কার্যালয়ের পরিচ্ছন্নতা কাজে নিয়জিত ভিডিপি সদস্যা এবং অবসরপ্রাপ্ত ভাতা ভোগী সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও কাজের সফলতা হিসাবে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদেরকে বাইসাইকেল,ছাতা ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন।

এ সমাবেশ অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যান্ট সহিদুল ইসলামের সভাপতিত্বে বাহিনীর বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন মাহমুদ। বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ১০ নং নল টোনা ইউনিয়ন দলপতি মোঃ হানিফ ও ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন দলনেত্রী সোনিয়া আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা / দলনেত্রী ও ভিডিপি সদস্য/ সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *