বরিশাল বিভাগের ৪৯ সেরা করদাতাকে এনবিআরের সম্মাননা

বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সেরা করদাতা, দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মো. আব্দুল মজিদ। বরিশালের আঞ্চলিক কর কমিশনার কাজী লতিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরিশাল সিটি এলাকায় দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ করপ্রদানকারী দুইজন মো. দেলোয়ার হোসেন ও কামাল উদ্দিন, সর্বোচ্চ করপ্রদানকারী ৩ জন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সত্য কৃষ্ণ পিপলাই ও বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন, সর্বোচ্চ কর প্রদানকারী নারী কানিজ ফাতেমা এবং সেরা তরুণ করদাতা সোহাগ কৃষ্ণ পিপলাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এছাড়া ৬ জেলায় ৪ ক্যাটাগরিতে ৭ জন করে আরও ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড।
অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আব্দুল মজিদ বলেন, নতুন করদাতাদের উৎসাহ প্রদান এবং করদাতাদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে। আগামীতে কর আহরণ বাড়ানোর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *