বোয়ালমারীতে তিন ইটভাটাকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় ৯ লক্ষ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, পরিদর্শক মো. জাহিদ হাসান, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। জরিমানা দেওয়া ভাটাগুলো হচ্ছে আল আলী অটো ব্রিকসকে ৫ লক্ষ, ন্যাশনাল ব্রিকসকে ২ লক্ষ ও রাজব্রিকস ২ লক্ষ টাকা।

পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মোট ৩ টি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় একটি ইটভাটা আংশিক ভেঙ্গে দেওয়া হয়েছে। অভিযানে র‌্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন। অবৈধ ভাটায় অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান। বারবার নোটিশ করার পরও ভাটা মালিকরা সরকারি আইন উপেক্ষা করায় এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
বুধবার ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, লাইসেন্স ও মাটি কাটার অনুমোদন না থাকা এবং পরিবেশের ক্ষতি করে ভাটাটিতে জ্বালানি হিসেবে কাঠ দিয়ে ইট পোড়ানোয় দায়ে তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে রাজ ব্রিকস-১ এর আংশিক ক্লেন ভেঙ্গে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *