সরকারি চাকরি ছেড়ে করতে পারবেন ব্যবসা, আবার বেতনও পাবেন

একঘেয়ে চাকরি করে যারা ক্লান্ত, তাদের জন্য খুশির খবর জানাল সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটির প্রশাসন জানিয়েছে, দেশে সরকারি চাকরিরতরা প্রয়োজনে এক বছরের ছুটি নিতে পারবেন।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, যারা ছুটি নেবেন তারা এই সময়ের মধ্যে নিজেদের ব্যবসা শুরু করার প্রস্তুতি নিতে পারবেন। তবে দীর্ঘ ছুটির জন্য সামান্য বেতন কর্তন হলেও পুরোপুরি বন্ধ করা হবে না।

আগামী ২ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হবে।
আমিরাতের প্রেসিডেন্ট এক টুইটবার্তায় বলেছেন, আমরা দেশের নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে চাই। এতে আমাদের দেশের অর্থনীতি উপকৃত হবে।

সরকারি সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, ছুটি নেওয়া কর্মকর্তাদের অর্ধেক বেতন দেওয়া হতে পারে। যে সব কর্মীদের বাৎসরিক ছুটি বকেয়া রয়েছে, তারা এক বছরের বেশি ছুটি নিতে পারবেন। শুধু এটা নয়, নতুন ব্যবসা শুরু করার জন্য সব ধরনের সহায়তা করবে দেশটির প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *