স্বাধীনতা বিরোধীরা দেশের ক্ষমতায় ছিল এটা লজ্জার: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, পৃথিবীতে মনে হয় একটা রাষ্ট্র আছে বাংলাদেশ যেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা একাত্তরে সরাসরি বাংলাদেশের বিরোধীতা করেছে, তারা এখনও রাজনীতি করে এবং তারা ক্ষমতায়ও ছিল, কত লজ্জা আমাদের জন্য!

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অন্ততপক্ষে কোনো আপস করা উচিত না। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের নাম বাদ দিয়ে যখন অন্য কোনো নাম দেখি, তখন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার ভালো লাগে না। নারায়ণগঞ্জে অনেককেই মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। কিন্তু তারা মুক্তিযোদ্ধা ছিলেন না, এটাই সত্য। আমার মনে হয় তাদের নিজ থেকেই নিজেদের নাম সরিয়ে নেওয়া উচিত। এতে তাদের সম্মান বাড়বে, কমবে না।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘মুক্তিযুদ্ধ সৌধ’ স্থাপন করা হয়েছে। সেখানে স্থান পেয়েছে ক্লাবের ৪০ জন মুক্তিযোদ্ধার ছবি (এর মধ্যে প্রায় ১৫ জন প্রয়াত)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও ক্লাবের সহ-সভাপতি ফয়েজউদ্দিন আহমদ লাভলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *