হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
নিহতরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের পুত্র সোহাগ মিয়া (১৭) ও একই গ্রামের ইমাম হোসেনের পুত্র শুভ মিয়া (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মুক্তিযোদ্ধা চত্বরে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সোহাগ ও শুভ নামে দুইজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।