চাঁদপুরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বঙ্গবন্ধু পার্ক

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চাঁদপুরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র বড় স্টেশন মোলহেড এলাকার বঙ্গবন্ধু পার্ক। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এছাড়াও ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে চাঁদপুর রিসোর্ট, বাবুরহাট ফাইভ স্টার পার্ক এন্ড কমিউনিটি সেন্টার, মহামায়া কৃতিকুঞ্জ পার্ক, মোহনপুর পর্যটন কেন্দ্রেও ভিড় লক্ষ্য করা গেছে।

দর্শনার্থী শরীফ হোসেন ও নাছিমা আক্তার বলেন, প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উদযাপনের অন্যতম এক অনুসঙ্গ বিনোদন। তাই ঈদের ছুটিকে স্মরণীয় করে রাখতে পরিবারের সদস্যদের নিয়ে আমরা ছুটে যাই বিনোদন কেন্দ্রগুলোতে। তবে চাঁদপুরে মানুষের বিনোদনের একমাত্র উন্মুক্ত স্থান শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু পার্ক। পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় পার্কটি গড়ে উঠায় দেশ-দেশান্তরের বিনোদন প্রেমীদের মাঝে বেশ সাড়া পড়েছে।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: জান্নাতুন নাঈম রাজন বলেন, ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তায় বিনোদন কেন্দ্রগুলোতে সাদা পোশাকে পুলিশ ও টহল টিম বিশেষ ব্যবস্থায় কাজ করছেন। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *