উদযাপন বিতর্ক, মার্তিনেজের নাম না নিয়েই যা বললেন এমবাপ্পে

কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের উদযাপন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে মার্তিনেজ গোল্ডেন গ্লাভস জয় করে বিতর্কিতভাবে উদযাপন করেছেন। অন্যদিকে শিরোপা উদযাপনেও তিনি ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে লক্ষ্যবস্তু বানিয়েও সমালোচনার জন্ম দিয়েছেন।

ড্রেসিংরুমে ফরাসি তারকা এমবাপ্পের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন মার্তিনেজ। সবমিলিয়ে বিষয়টি ফ্রান্স ফুটবল ফেডারেশনেরও ভালো লাগেনি।

১০দির পর এসে এ বিষয়ে মুখ খুলেছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও তিনি এ মার্তিনেজের নাম উল্লেখ করেননি।
এমবাপ্পে বলেন, ‘আমি ম্যাচ শেষে মেসির সাথে অল্প কথা বলেছি। আমি তার জীবনের সেরা অর্জনের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আমার জন্যও এটা অর্জন। যদিও আমি ব্যর্থ হয়েছি।’

আর্জেন্টিনার উদযাপন নিয়ে এমবাপ্পে বলেন, ‘উদযাপন কোনো সমস্যা নয়। এইসব ঠুনকো বিষয়ে আমি আমার শক্তি ব্যয় করতে চাই না। আমার ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়াই গুরুত্বপূর্ণ। আমি লিওর ফিরে আসার জন্য অপেক্ষা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *