ফেনীতে গণমাধ্যমকর্মীদের সাথে মেরী স্টোপসের মতবিনিময়

প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা, সন্তান প্রসবসহ নারী ও শিশুদের সেবায় গৃহীত নানামুখী কর্মসূচি নিয়ে ফেনীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ‘মেরী স্টোপস বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) ফেনীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব শাহনাজ মুন্নী। মেরি স্টোপস বাংলাদেশ নিয়ে উপস্থাপনা করেন ডা. ফারহানা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মেরি স্টোপস বাংলাদেশের পরিচালক (কর্পোরেট সার্ভিস) জাহিদুল ইসলাম আনসারী। বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) শিমুল চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মেরি স্টোপস এর ম্যানেজার (ক্লিনিক অপারেশন) উজ্জল কুমার কুন্ড।
মেরি স্টোপস এর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সভায় জানানো হয়, ১৯৮৮ সাল থেকে মাতৃ মৃত্যুহার কমিয়ে আনতে কাজ করছে মেরি স্টোপস। বাংলাদেশসহ বিশ্বের ৩৭ টি দেশে মেরী স্টোপস এর কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশে ২৮টি জেলায় ৪০টি ক্লিনিকে শিশু ও মায়েদের বিশেষত মাতৃকালীনসহ বিভিন্ন রকমের স্বাস্থ্যসেবা দেয়া হয়।

সারাদেশের অন্য জেলার মত ফেনীতেও তাদের কার্যক্রম চললমান রয়েছে।

সভায় বলা হয়, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যই হচ্ছে ‘প্রতিটি জন্মই হোক আকাঙ্খিত’ এবং ‘প্রতিটি প্রসবই হোক নিরাপদ’। প্রতিষ্ঠানটি সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে কাজ করার পাশাপাশি সরকারি খাতের স্বাস্থ্য সেবা আরো জোরদার, মানসম্পন্ন ও তৃণমূল পর্যায়ে নিয়ে যাবার প্রচেষ্টা চালাচ্ছে। তাছাড়া যেখানে সরকারি পর্যায়ের সেবার সুযোগ নেই মেরী স্টোপস সেখানেও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *