ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২১নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড হয়েছে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউপির চাকমারকুল ২১নং ক্যাম্পের একটি এনজিওর কার্যালয় থেকে এই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ২১ ক্যাম্পের অভ্যন্তরে ব্লক ৬ এ অবস্থিত এনজিওর ওয়াশ সেন্টার থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ক্যাম্পের ভলান্টিয়ার ও উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পাশের অন্যান্য রোহিঙ্গা শেডের কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রুকনুজ্জামান জানান, রোহিঙ্গা ক্যাম্পে এনজিও অফিসে শটসার্কিট থেকে আগুন লেগেছে। তবে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *