সাতক্ষীরা সীমান্তে আটককৃত অ্যারাবিয়ান রেসিং ঘোড়া আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের আনার সময় সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত থেকে আটককৃত অ্যারাবিয়ান রেসিং ঘোড়া বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ ঘোড়াটি বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বির হাতে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিজিবি সাতক্ষীরাস্থ্য ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ, জেলা আনছার কমান্ডার মোরশেদা খানম, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিসি মো. আব্দুল্লাহ, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজিপুর সখিপুর ক্যাম্পের ঘোড়া প্রশিক্ষক সার্জেন্ট আজিজুর রহমানসহ বিজবি ও আনসার বাহিনীর কর্মকর্তাগণ।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, গত ১৫ আগস্ট ভোর রাতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আনার সময় সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত এলাকা থেকে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপি‘র একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত অ্যারাবিয়ান রেসিং ঘোড়াটি উদ্ধার করে। দৌড়ের জন্য এ জাতের ঘোড়ার বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। এ জাতীয় ঘোড়া শুধুমাত্র মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব রাষ্ট্রসমূহে প্রজনন করা হয়ে থাকে। এ জাতের ঘোড়ার বয়স, উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *