সুবর্ণচরে আজিজুর রহমান ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে আধুনিক ও ইসলামিক শিক্ষার সম্নয়ে চরজব্বর হাজী আজিজুর রহমান ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় চরজব্বর ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ার হাটের উত্তর পার্শ্বে চাঁদ বাড়ির কিল্লাহস্থ মাদ্রাসা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা কমিটি।

মাদ্রাসার পরিচালক এম এ হামিদ পাশা’র সঞ্চালনায় ও জয়নাল মেম্বার জামে মসজিদের খতিব ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাক্তার নুর ইসলাম, বিশেষ অথিতি ছিলেন, সমাজ সেবক মাহবুব হোসেন, হাজি সেলিম, আব্দুস সাত্তার, হাজি জসিম, আমিন উল্যাহ, সেলিম মাঝি, জয়নাল মেম্বার। দোয়া ও মোনাজাত পেশ করেন মাওলানা ওসমান গনি।

বক্তারা এলাকার ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ও সু শিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রী ভর্তি করতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *