গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ঊর্বশীর

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্ত। শুক্রবার ভোরে দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়ি ফেরার পথে রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের কাছে ভয়াবহ গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এসময় গাড়িতে আগুন লেগে যায় আর পন্থের মাথা, পিঠ এবং পায়ে চোট লাগে।

ঋষভের দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সাদা পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করছি…।’ স্পষ্ট না করে দিলেও, তিনি যে এই পোস্ট ঋষভের জন্যই করেছেন, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। কমেন্ট বক্সে ঋষভকে নিয়ে তাই নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এর আগে, ঋষভের সঙ্গে ঊর্বশীর প্রেম নিয়ে নানা গুঞ্জন সামনে এসেছে।

উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার জানান, ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পান্তের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মোহাম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পান্ত পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
বিভিন্ন সূত্র বলছে, গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েন ঋষভ। আর সেই কারণেই ঘটে এই দুর্ঘটনা। ঋষভের গাড়িটি রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে। তারপর তাতে আগুন লেগে যায়। কোনওরকমে জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন ঋষভ। শোনা যাচ্ছে, ঋষভের গাড়িতে নাকি ৩-৪ লাখ টাকা ছিল। এই দুর্ঘটনার পর সেই টাকাও রাস্তার উপরে ছড়িয়ে যায়। যন্ত্রণায় ছটফট করছিলেন ঋষভ। কিন্তু, তাঁকে বাঁচানোর পরিবর্তে সেই টাকা কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন এবং এই ঘটনার ভিডিয়ো করতে থাকেন।

সূত্র : এবিপি, এই সময় ও আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *