পেলে গান লিখেছেন-গেয়েছেন, অভিনয়ও করেছেন!

কেবল ফুটবল নয় পেলে আলো ছড়িয়েছেন সিনেমায় ও গানেও। জানা যায় এই ফুটবল কিংবদন্তি শতাধিক গান লিখেছেন। তার একটি অ্যালবাম বিক্রি হয়েছে এক লাখ কপির বেশি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ‘ভিক্টরি’সহ কয়েকটি সিনেমাতেও পেলে অভিনয় করেছেন।

কিং পেলে’ (১৯৯২)। রুপালি পর্দার সঙ্গে পেলের যোগাযোগ বেশ পুরনো। পেলে বড় পর্দায় প্রথম আসেন ১৯৬২ সালে। কার্লোস হুগো ক্রিস্টেনসেন পরিচালিত ‘কিং পেলে’ সিনেমায় অভিনয় করেন তিনি। ওই বছরই তিনি দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিলেন।
ভিক্টরি (১৯৮১)। ভিক্টরি সিনেমার শুটিং যখন শুরু হয় তখন চলচ্চিত্রাঙ্গনে খ্যাতির তুঙ্গে বলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। তার সঙ্গে এ সিনেমায় পাল্লা দিয়ে অভিনয় করেন পেলে। এ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নাৎসী ও বন্দিদের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচের গল্প তুলে ধরা হয়।

‘বার্থ অব এ লেজেন্ড’ (২০১৬)। কীভাবে বস্তির দরিদ্র ঘরে জন্ম নিয়েও নানা সংগ্রাম পেরিয়ে পেলে হয়েছেন ফুটবল দুনিয়ার কিংবদন্তী, সেই চেনা গল্পটাই সিনেমার পর্দায় নতুন করে বলেছেন পরিচালক মাইকেল ও জেফ জিম্বালিস্ট। ‘বার্থ অব এ লেজেন্ড’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান।

এছাড়া ১৯৭২ সালে ‘আ মার্চা’, ‘আ মাইনর মিরাকল’ (১৯৮৫), ‘হটসহট’সহ (১৯৮৬) আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন পেলে।

টেলিভিশনের ধারাবাহিকেও পেলেকে দেখা গেছে। ১৯৬৯ সালে ব্রাজিলিয়ান ধারাবাহিক ‘ওস এস্ত্রানহোতে’ তিনি অভিনয় করেন। এছাড়া, ‘উজিসস্ত্রোনস’ (১৯৬৯), ‘সালভাদর দ্য পাতরিয়া (১৯৮৯)’, ‘দ্য ক্লোন’ (২০০১) এবং ‘স্ফিডি’ (১৯৯৮) ধারবাহিকে পেলে অভিনয় করেন।

২০২১ সালে কালোমানিককে নিয়ে নির্মিত ‘পেলে’ নামের ডকুমেন্টারি তৈরি করে নেটফ্লিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *