ফুলবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতা মানুষের বিনোদনের খোরাক জোগাতে ফের কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। যুগ যুগান্তর ধরে জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়ে আসছে এ ঘোড়দৌড়ের মেলা। আমন ধান কেটে নেয়ার পর ফাঁকা মাঠে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। এবারো পিছিয়ে নেই গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের সেই খোরাক।

ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের পৃষ্ঠপোষকতায় উপজেলার ভদের বাজার এলাকাবাসীর উদ্যোগে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর দ্বিতীয় দিনের খেলা দেখতে মাঠে নামে নানান বয়সের হাজারো মানুষের ঢল। শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে মাঠের চতুর্দিকে বিপুল সংখ্যক জনতার ভিড় লক্ষ করা যায়।

শুক্রবার দিনের খেলায় মোট ১৮ জন প্রতিযোগী ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৩ জন করে প্রতিযোগীর অংশগ্রহণে ৬ পর্বে প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়। এতে ৬ জন প্রথম এবং ৬ জন দ্বিতীয় স্থান অর্জন করেন। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের নিয়ে শুক্রবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রথম স্থান অর্জনকারী হলেন মিলন মিয়া, দ্বিতীয় অর্জনকারী আব্দুল লতিফ সরকার ও তৃতীয় লাবলু মিয়া।
প্রথম প্রতিযোগীকে ৫০ হাজার, দ্বিতীয় ২৫ হাজার ও তৃতীয়কে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *