মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, তোফায়েল আহমেদ তোহা, শেখ হৃদয়, শামিমা সুমি সাহা, অনুরাগী তিশা, যুগ্মসাধারণ সম্পাদক আহসান গালিব প্লাবন, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির, সুজন আকন্দ, নয়ন অধিকারী, বজলুর রহমান বাঁধন, রিয়াজ মাহমুদ রক্সি, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব হাসান, কাহালু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উচ্ছ্বাস, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ, তন্ময় সাহা, সিজন মাহমুদসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, এই বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই সারা বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছিলেন। তারই ধারাবাহিকতায় দেশের মানুষকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে আগামীর কর্মসূচি নির্ধারণ করেছেন। একদিন যারা বলেছিল এ দেশে পদ্মা সেতু, মেট্রোরেল কিছুই হবে না, শুধু মানুষের সামনে বুলি আওড়ানো হচ্ছে। আজ তারাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলা পদ্মা সেতু ও মেট্রোরেলের সুবিধা ভোগ করছেন। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে দেশে অনন্য মাইলফলক স্থাপিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *