‘রাশিয়া থেকে কেনা যুদ্ধবিমানে’ ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

রাশিয়ার কাছ থেকে কেনা যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ এমকেআই থেকে জাহাজে আঘাত হানতে সক্ষম ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটির বর্ধিত পরিসরের সফল এই পরীক্ষা চালায়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের বর্ধিত আওতা যুদ্ধবিমান থেকে ৪০০ কিলোমিটার দূরে সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সুপারসনিক ক্রুজ এই ক্ষেপণাস্ত্র বঙ্গোপসাগর অঞ্চলে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফলভাবে অর্জন করেছে। ভারতীয় বিমানবাহিনীর দূরপাল্লার স্থল অথবা সমুদ্রের লক্ষ্যবস্তুতে এসইউ-৩০ যুদ্ধবিমান থেকে নিখুঁত নিশানায় হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করেছে এই পরীক্ষা।

বিবৃতিতে বলা হয়েছে, এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের উচ্চ-সক্ষমতা ক্ষেপণাস্ত্রের বর্ধিত পরিসরের শক্তি হিসেবে ভারতীয় বিমান বাহিনীকে একটি কৌশলগত নাগালে পৌঁছে দিয়েছে; যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তারে সহায়ক হবে।

বৃহস্পতিবারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নিয়েছিল ভারতের বিমানবাহিনী, নৌবাহিনী, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও, স্থানীয় যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা হ্যাল এবং বিএপিএল।

প্রসঙ্গত, ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র এ ব্রাহ্মস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে প্রথমবার ২০০৫ সালে তৈরি হয় ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। সম্প্রতি ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের ব্রাহ্মস কেনার জন্য চুক্তি করেছে।

ব্রাহ্মসকে বিশ্বের অন্যতম সেরা সুপারসনিক ক্ষেপণাস্ত্র মনে করা হয়। যার নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামে। শব্দের তুলনায় প্রায় তিন গুণ দ্রুতগতিতে ছুটে যাওয়া এ ক্ষেপণাস্ত্র শুধুমাত্র বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রই নয়, বরং এর উচ্চগতির কারণে রাডারও শনাক্ত করতে পারে না।

চলতি মাসেই পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছিল ভারত। এই ক্ষেপণাস্ত্রের আওতা ৫ হাজার ৪০০ কিলোমিটার। দেশটির ওড়িশা প্রদেশের চাঁদিপুরের আবুল কালাম আইল্যান্ড থেকে সফলভাবে পরীক্ষা চালানো হয় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *