‘১৩০ দলীয় জোট করেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ৩০ দলীয় জোট কেন ১৩০ দলীয় জোট করলেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার (৩০ ডিসেম্বর) যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি আগে ছিল চার দলীয় জোট, এরপর হলো ২০ দলীয় জোট। তারপর শুনলাম সেই জোট ভেঙে দিয়ে ছোট ছোট জোট হবে। আজ আবার শুনলাম ৩০ দলীয় জোট করেছে।
তিনি বলেন, আমি বিএনপি নেতাদের বলতে চাই, ৩০ দলীয় জোট কেন ১৩০ দলীয় জোট করলেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের শেকড় অনেক অনেক গভীরে। এই শিকড় এতো গভীরে যে এটা উপড়ে ফেলার ক্ষমতা কারো নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *