ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুটি ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মো. শাজাহান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জের মিন্টু ওরফে মিঠু শেখ, কুষ্টিয়ার মো. নুর হোসেন এবং ফরিদপুরের নগরকান্দার জয়নাল আবেদীন শশি, রাজু শলীফ ও সুমন শেখ।

পুলিশ সুপার বলেন, গত ২৬ ও ২৭ তারিখে পৃথক দুটি জায়গা থেকে ছিনতাই চক্রের সদস্যরা ইজিবাইক ভাড়া নিয়ে চালককে চেতনানাশক খাইয়ে এবং ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমাদাদ হোসাইন, টিআই তুহিন লস্কর, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *