কী বলছে এমআরআই রিপোর্ট, কেমন আছেন পান্ত?
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে থাকা ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত এখন অনেকটা ভালো আছেন।
তার মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআইতে অস্বাভাবিক কিছুই ধরা পড়েনি। সবকিছুই স্বাভাবিক আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
গোড়ালি ও হাঁটুর এমআরআই ফোলা ও ব্যথার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামীকাল শনিবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ম্যাক্স হাসপাতালের চিকিৎিসকরা জানিয়েছেন, ডান হাঁটুর লিগামেন্টের চোট এবং ডান গোড়ালির চোটের জন্য ‘স্প্লিনটেজ’ (অত্যাধুনিক প্লাস্টার) দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে বিকেলে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে পান্তের অবস্থা স্থিতিশীল। তিনি জেগে আছেন। তার ডান কব্জির অনেকটা অংশ ছিড়ে গিয়েছে। কপাল এবং চোখের ভ্রূর উপরে ক্ষত তৈরি হয়েছে। পিঠেও বেশ কিছু ক্ষত রয়েছে।
দুর্ঘটনার পরই পান্তকে ভর্তি করানো হয় দেরাদুনের ম্যাক্স সুপারস্পেশালিটি হসপিটালে। সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।