জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে চলবে বিআইডব্লিউটিসির ফেরি
রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে শুরু হচ্ছে বিআইডব্লিউটিসির ফেরি সার্ভিস। আগামীকাল রবিবার থেকে পরীক্ষামূলক নৌরুটে বিআইডব্লিউটিসির প্রথম ফেরি চলাচল শুরু হবে বলে জানা গেছে। নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হলে পাবনার নাজিরগঞ্জ ফেরি ঘাটটি দক্ষিণ ও উত্তরাঞ্চলের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। যাত্রী ও চালকদের ভোগান্তি দূর হবে।
নৌরুটে চলাচলের জন্য ইউটিলিটি কদম নামের ফেরি নৌরুটে এসেছে। এই রুটে আসার পথে রয়েছে ক্যামেলিয়া ও কুঞ্জলতা নামের আরও দুইটি ফেরি। পরীক্ষামূলক ভাবে ফেরি চলাচলের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) ঢাকার কর্মকর্তারা রাজবাড়ীতে রয়েছেন। রাতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সাথে সার্কিট হাউজে সভা করবেন। ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া ফেরিঘাটের সাথে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাটটি দক্ষিণ ও উত্তরাঞ্চলের সেতুবন্ধন হিসেবে কাজ করে। কয়েক বছর প্রমত্তা পদ্মায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে দুইটি ফেরি চলাচল করে আসছিল। তবে নাব্যতা সংকট ও নানা অব্যবস্থাপনার কারণে বছরের বেশিরভাগ সময় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকতো।
নৌরুটের গুরুত্ব অনুধাবন করে সারা বছর ফেরি সার্ভিস চালু রাখার উদ্যোগ গ্রহণ করে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নৌপথে নাব্যতা সংকট দূর করতে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা নাব্যতা সংকট দূর করতে খনন কাজের উদ্বোধন করেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, আগামীকাল রবিবার থেকে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথ আর সড়ক ও জনপথ বিভাগের থাকছে না। এই নৌপথটি বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে থাকবে। নৌপথে বিআইডব্লিউটিসির ফেরি সার্ভিস চালু থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচলের জন্য অন্য দুইটি নৌরুট থেকে ফেরি কদম, ক্যামেলিয়া ও কুঞ্জলতা চলাচলের জন্য রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, রবিবার থেকে পরীক্ষামূলকভাবে বিআইডব্লিউটিসির ফেরি চলাচল করবে। এরপর যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে নতুন এই নৌরুটে ফেরি চলাচল উদ্বোধন করা হবে।