নতুন বছর উদযাপনে রংপুরে গান-বাজনা আতশবাজি নিষিদ্ধ

থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছর উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি, মিছিল, গান-বাজনা, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে রংপুর পুলিশ। শনিবার থেকে আগামী রবিবার ভোর ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে থার্টি ফার্স্ট নাইট (ইংরেজী বর্ষবরণ) উদযাপিত হবে। চলমান করোনা পরিস্থিতিতে রংপুরের নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা, জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। এ জন্য শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী রবিবার রাত ১২টা পর্যন্ত আরপিএমপি এলাকায় জনসমাবেশ, অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহণ ও ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। গণবিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *