নববর্ষ: মদ্যপ চালকদের রুখতে দিল্লিতে কাজ করবে ১৮০০০ পুলিশ
খ্রিস্টীয় নববর্ষে মদ্যপ চালকদের ঠেকাতে ভারতের রাজধানী শহর দিল্লিতে ১৮ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সহিংসতা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে, দিল্লি পুলিশ।
আর মদ্যপ অবস্থায় বা অ্যালকোহল জাতীয় কিছু পান করে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মদ্যপ চালকদের চিহ্নিত করতে অ্যালকোমিটার ব্যবহার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দেপেন্দ্র পাঠক বলেছেন, সাড়ে ১৬ হাজারের বেশি পুলিশ দিল্লির বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন জেলা শহরে থাকবে পুলিশের আরও ২০টি কোম্পানি।
পুরুষের পাশাপাশি ২৫০০ নারী পুলিশও মোতায়েন করা হবে।
সূত্র: এনডিটিভি