নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিম নগর স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে মুনতাজ মাস্টার (৬২), একই উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও মনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি দুই লাইন দিয়ে দুটি ট্রেন যাচ্ছিল। একটি লাইন দিয়ে মালগাড়ি এবং অপর লাইন দিয়ে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী যাত্রীবাহী ট্রেন ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ অতিক্রম করছিল। এসময় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন।