প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

তীর-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একদিন আগে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে সাকিবের হাতে তুলে দেওয়া হয়েছিল দেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদের পুরস্কার। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) আয়োজনে এই অনুষ্ঠানে কাজী সালাউদ্দিনকে হারিয়ে দেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ হন সাকিব।

একদিন পরই তীর-প্রথম আলোর আয়োজনে দেওয়া হলো ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়া পুরস্কার। যেখানে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসকে হারিয়ে বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন সাকিব আল হাসানই। এমনকি পত্রিকাটির পাঠকদের ভোটেও সেরা নির্বাচিত হয়েছেন সাকিব।

বর্ষসেরা পুরস্কার পাওয়ার পর সাকিব বলেন, ‘সবাইকে ধন্যবাদ। প্রতিবার পুরস্কার পেলে অনেক ভালো লাগে। যখন দিচ্ছিল, জানতে চাচ্ছিলাম ২০১৯ সালের পুরস্কারটা দেবে কি না। সে বছরটা ভালো ছিল, হয়তো পেতাম। পেলে সাতবার পুরস্কার পেতাম। সতীর্থ, কোচিং স্টাফ, বোর্ডের সবাইকে ধন্যবাদ। তাদের কারণে আমার পথটা সহজ ছিল। সবাই দোয়া করবেন, আরও বড় বড় জায়গায় যেন পারফরম্যান্স দেখাতে পারি। যাতে বাংলাদেশের মানুষ খুশি হয়।’

প্রথম আলোর ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন, আর্চার দিয়া সিদ্দিকী। বর্ষসেরা রানারআপ হলেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *