বর্ষবরণে প্রস্তুত বিশ্ব

খ্রিস্টীয় নববর্ষ বরণ করে নিতে প্রস্তুত বিশ্ব। ইউক্রেন যুদ্ধ, চরম মূল্যস্ফীতি এবং আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের বছর ২০২২ সালের শেষ দিনেই চলছে নতুনকে আবাহনের আয়োজন।

সর্বপ্রথম নতুন বর্ষকে বরণ করে নেবে অস্ট্রেলিয়ার সিডনি। করোনা সংক্রমণ লাগাম টানার পর এবার আরও জাঁকজমকপূর্ণ হবে এই আয়োজন।

অস্ট্রেলিয়ায় সীমান্তগুলো খুলে দেওয়ায় সিডনির বর্ষবরণ আয়োজনে ১০ লাখের বেশি মানুষ সরাসরি অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সিডনি কর্তৃপক্ষের প্রত্যাশা অন্তত ৫০ লাখ মানুষ টিভি কিংবা অনলাইন মাধ্যমে তাদের আয়োজন দেখবে।

রানি এলিজাবেথ, ব্রাজিলের ফুটবলার পেলে, শিনজো অ্যাবেকে হারানোর বছরকে পেছনে ফেলে আবারও জেগে ওঠার অপেক্ষায় বিশ্ব।

যদিও চীনের ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে নতুন বছর একেবারে নির্বিঘ্নে পালন করতে পারছে না বিশ্বের অনেক দেশ। নিউ ইয়ার সেলিব্রেশন আয়োজনের শুরুর দিকেই দিতে হয়েছে নানা বিধি-নিষেধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *