মাগুরা জেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা
মাগুরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রা শুরুর আগে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাসুদেব কুন্ডু, শাখারুল ইসলাম শাকিলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় নোমানী ময়দানে এসে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এ জন্যে বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহবান জানান।