সত্যিই কি বছরের শুরুতেই বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ-কিয়ারার?

আয়োজন চলছিল বছরভর। কিছুই ফাঁস করেননি জুটি। কিন্তু অনুরাগীদের চোখকে ফাঁকি দেয় সাধ্য কোন তারকার! নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির।

জানা গেছে, চারহাত এক হবে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ। যদিও এ নিয়ে এখনও সিড-কিয়ারার পরিবার কিছুই জানায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ে হবে রাজস্থানের জয়সালমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সালমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।

বছরজুড়েই চর্চায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে তার একের পর এক ছবি মুক্তি পেয়েছে। বছর শেষে এসেছে ‘গোবিন্দ নাম মেরা’। নতুন বছরের শুরুতেও ভরা ইনিংস। এবার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী।
আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে বিয়ের স্থান বাছাই চলছিল অনেক আগে থেকেই। তখনই সন্দেহ জেগেছিল অনুরাগীদের, বিয়ে তাহলে আগেই হবে! অত দেরিতে নয়। এখন সেই অনুমানই সত্যি হতে যাচ্ছে। এপ্রিল নয়, ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন দুই তারকা।

শুরুতে গোয়াতে, তারপর চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্টস-এ বুকিংয়ের জন্য খোঁজখবর নিয়েছেন সিড-কিয়ারা। যেখানে বিয়ে করেছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। নতুন পাত্রপাত্রীরও কি সেই বিলাসবহুল স্থানই মনে ধরেছিল? তারপর দেখা গেল সব জল্পনায় পানি ঢেলে বিয়ে হবে রাজস্থানে।

কয়েক বছর ধরেই নাকি প্রেম গাঢ় হচ্ছিল সিদ্ধার্থ-কিয়ারার। অথচ প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। তাদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, “না না, আমরা স্রেফ ভাল বন্ধু।” শেষমেশ তাদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *