সুবর্ণচরে সুবর্ণ ক্যাডেট একাডেমি’র ভর্তি উৎসব ও অভিভাবক সমাবেশ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার সুবর্ণ ক্যাডেট একাডেমিতে পিঠাপুলি, ভর্তি উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর (শনিবার) বেলা ১১ টায় চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় অবস্থিত সুবর্ণ ক্যাডেট একাডেমি মাঠে অন্ষ্ঠুানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কিমিটি।
সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এর সহকারি অধ্যাপক ও সুবর্ণ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান মিজান বিন মজিদ।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, সুবর্ণ ক্যাডেট একাডেমির মেন্টর সাদ্দাম হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও রাজনিতীবিদ মোস্তফা কামাল, চরবাটা ইসলামি ব্যাংক শাখার কর্মকর্তা আমিন উল্যাহ , ধারাভাষ্যকার কাজল।।
আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচ ক্যাডেট একাডেমির ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
বক্তারা, শিক্ষা নয়, সু শিক্ষায় সন্তানকে গড়ে তোলার আহবান জানান।