ইসরায়েলের জন্য ২ হাজার মার্কিন সেনা প্রস্তুত: পেন্টাগন

অনলাইন ডেস্ক

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় পেন্টাগন মঙ্গলবার জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী দুই হাজার সেনাকে মোতায়েনের সতর্কতায় রেখেছে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক সদস্য ও ইউনিটের একটি পরিসরকে মোতায়েনের জন্য উচ্চতর প্রস্তুতির অবস্থায় রেখেছেন। যাতে তারা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিবেশে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সেনারা চিকিৎসা সহায়তা ও বিস্ফোরক নিয়ন্ত্রণের মতো সহায়ক ভূমিকাগুলো পালন করবেন।
তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর শীর্ষ মিত্রের প্রতি ওয়াশিংটনের সমর্থন দেখানোর জন্য বুধবার ইসরায়েলে যাচ্ছেন। তার ঠিক আগমুহূর্তে এই পদক্ষেপ এলো। বাইডেন ইসরায়েল ও গাজার ক্রমবর্ধমান যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া রোধ করার মিশনে থাকবেন।

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights