জয়-পুতুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে মানসিক চাপে ফেলার চেষ্টা হবে: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘ওরা সব ধরনের ষড়যন্ত্রে বিফল হয়ে নতুন খেলায় নেমেছে। দেশের ভিতর এবং বাহির থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে বঙ্গবন্ধুর পরিবার, অর্থাৎ আমাদের গর্ব সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা আপা ও ববিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই ষড়যন্ত্রকারীরা তাদের ক্ষতি করে শেখ হাসিনাকে মানসিকভাবে দুর্বল করতে চায়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া হাজী বাদশা মিয়া নূরে মদিনা দাখিল মাদরাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সঠিক সময়ে হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ষড়যন্ত্রে ফাঁসাতে ওরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। ঠিক যেভাবে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ দুর্নীতি করে না, দুর্নীতি প্রশ্রয় দেয় না। ওরা কোন দিক থেকে কোন সুবিধা করতে না পেরে জাতির পিতার কন্যার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে মানসিক চাপে ফেলতে চাইবে বলে জেনেছি।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একজন সন্তান যেভাবে কাছ থেকে তার মাকে আলিঙ্গন করে, আমার সৌভাগ্য জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে সেভাবে কাছ থেকে দেখেছি। হিমালয় ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র করেই টলানো যাবে না। শেখ হাসিনাকে মাথা নত করাবে এমন শক্তি পৃথিবীতে নাই। কারণ তিনি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং এই দেশের জণগনের ওপর আস্থা রাখেন। আর আল্লাহর রহমত ও মানুষের দোয়ার কারণে করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরও তিনি বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে পেরেছেন।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক প্যানেল মেয়র কাউন্সিলর শাহ জালাল বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights