ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই হামলাকে ‘প্রয়োজনীয়’ ও ‘আনুপাতিক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরাকে কাতাইব হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহৃত তিনটি স্থাপনায় প্রয়োজনীয় ও আনুপাতিক হামলা চালিয়েছে।

অস্টিন বলেন, ইরাক ও সিরিয়ায় ইরানের মদদপুষ্ট মিলিশিয়ারা মার্কিন সেনাদের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এর মধ্যে ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ এবং এর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলো ইরবিল বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। বিবৃতিতে বলা হয়, আজকের হামলায় তিন মার্কিন সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অস্টিন বলেন, আমার প্রার্থনা আহত সাহসী আমেরিকানদের প্রতি।
ইরান সমর্থিত বাহিনীর হামলার জবাবে পাল্টা নির্ভুল হামলা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র ও আমাদের সৈন্য, আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights