লাবুশেনের সামর্থ্য নিয়ে অগাধ আস্থা অস্ট্রেলিয়ার কোচের
অনলাইন ডেস্ক
টানা দুই ফিফটি করে বছরের শুরুটা ভালোই ছিল মার্নাস লাবুশেনের। কিন্তু এরপরই ছন্দপতন। কোনোভাবেই যেন রানের দেখা পাচ্ছেন না তিনি। তার পড়তি ফর্ম নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। টপ অর্ডার ব্যাটসম্যানের সামর্থ্যে অগাধ আস্থা অস্ট্রেলিয়া কোচের।
দেশের হয়ে টেস্টে এখন পর্যন্ত চার হাজারের বেশি রান করা লাবুশেনের বছরটা শুরু হয় পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে টানা দুই ফিফটি দিয়ে। এরপর হুট করেই যেন ছন্দ হারিয়ে ফেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সবশেষ তিন ম্যাচের ছয় ইনিংসে একটিতে দুই অঙ্ক ছুঁতে পারেন তিনি। সেই ইনিংসটিও ছিল স্রেফ ১০ রানের। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১ ও ২ রান করার পর লাবুশেনকে নিয়ে উঠতে থাকে প্রশ্ন। সেসব অবশ্য কানে নিচ্ছেন না ম্যাকডোনাল্ড। তার মতে, দল যতক্ষণ জিতবে ততক্ষণ লাবুশেনকে নিয়ে বাড়তি ভাবনার কিছু দেখেন না তিনি।
ম্যাকডোনাল্ড বলেন, “আমাদের দিক থেকে বড় কোনো চিন্তার বিষয় আছে বলে আমার মনে হয় না। আমরা চাই প্রথম ছয়-সাত ব্যাটসম্যান সম্মিলিতভাবে পারফর্ম করুক। সুতরাং বাকিরা যখন পারফর্ম করছে এবং আপনি ম্যাচ জিতছেন, তখন উদ্বেগের মাত্রা অনেক কম।”
জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে ৬০ ও অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন লাবুশেন। এর আগে অ্যাশেজ সিরিজের ম্যানচেস্টার টেস্টে ফিফটির পর দারুণ এক সেঞ্চুরি উপহার দেন তিনি। এই দুই ম্যাচের উদাহরণ টেনে ম্যাকডোনাল্ড তুলে ধরতে চাইলেন লাবুশেনের সামর্থ্য।
তিনি জানান, “আমরা সিডনি টেস্টের (পাকিস্তানের বিপক্ষে) দ্বিতীয় ইনিংসে দেখেছি, ম্যানচেস্টারে (গত বছরের অ্যাশেজে) দেখেছি, যেখানে তার রান করার তাড়না ছিল এবং বোলারদের ওপর চাপ ফিরিয়ে দিয়েছিল। মাঝেমধ্যে এমন খেলার পথে কন্ডিশন বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে এর সঙ্গে আরেকটু মানিয়ে নিতে হয়।”
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ ১৭২ রানে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে।