মাঙ্কিপক্স শনাক্তে বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে চীন

অনলাইন ডেস্ক

আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে ‘খুব উদ্বেগজনক’ উল্লেখ করে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্সের উপসর্গ শনাক্ত করতে আগামী ছয় মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিং করার ঘোষণা দিয়েছে চীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির ব্যাপারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার মাত্র দুই দিন পর চীন এই ব্যবস্থা নিয়েছে।

চীনের কাস্টমস প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে সেখান থেকে আসা ভ্রমণকারীদের ‘দেশে প্রবেশকালে কাস্টমসের কাছে এমপক্সের সংস্পর্শে এসেছেন বা তাদের কোনো উপসর্গ আছে কি না তার ঘোষণা দিতে হবে।’
বিবৃতিতে বলা হয়, যানবাহন, কনটেইনার এবং সংক্রমিত অঞ্চল থেকে আসা আইটেম দেশে প্রবেশের আগে স্যানিটাইজড করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আফ্রিকার বাইরে আরও একটি দেশ সুইডেনে প্রথম মাঙ্কিপক্স শনাক্তের ঘোষণা দিয়েছে।

১৯৭০ সালে মানুষের মধ্যে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হয়। এটি উপসর্গ হিসেবে জ্বর, পেশীতে ব্যথা এবং বড় ফোঁড়ার মতো ত্বকে ক্ষত সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights