শেরপুরে শিশুযত্ন কেন্দ্রে খেলনা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর প্রতিনিধি

বৃহস্পতিবার বিকালে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএস এর উদ্যোগে জেলার ৪৫২টি সেন্টারের জন্য শিশুযত্ন খেলনা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। ওই এনজিওর অধীনে সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষার শিশু যত্নকেন্দ্রের ৪৫২টি সেন্টারের ছয় হাজার শিশুর জন্য ম্যাট, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, প্লেট, র‌্যাক, ট্রাংক, বিন, ডাস্ট প্যান, পটি, জগ, গ্লাস, মগ, টিফিন বক্স, বোেল, সোপ কেস, ন্যাপকিন, ডোর ম্যাট, ব্লক সেট, উপস্থিতি রেজিস্টার, স্টক বই, রেজুলেশন বই, বল পেন, নেইল কাটার, কাচি, কালার পেন্সিল, গল্পের বই, পুতুল সেট, টেলিফোন সেট, ঝুনঝুনি চুলা, মাছের সেট, হাড়ি পাতিল, বল, ফল সেট, প্রাণী সেট, পাখি সেট, ঢোল সেট, গাড়ী সেট, চক বক্স, পোস্টার পেপার, পেন্সিল, সাবান, ঝাড়ু বিতরণ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় ছয় হাজার শিশুকে সুবিধা প্রদান করা হয়। এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন শেরপুর সদর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মজনুন ইশতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। টিএমএসএস, শেরপুর এর আয়োজনে আরো ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (শেরপুর সদর) মোঃ আক্রাম হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। টিএমএসএস প্রোগ্রাম কো- অরডিনেটর সুমা চক্রবর্তী, সহকারী প্রোগ্রাম কো- অরডিনেটর আশেক মাহমুদ,শেরপুর শিশু একাডেমির ব্যবস্থাপক, মোঃ জালাল উদ্দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights